মিষ্টি আর স্ন্যাকস

 

 

 হোম | রসগোল্লা | রসমালাই | চিকেন নাগেট | চিকেন ড্রামস্টিক |

 

 

 

 

রসগোল্ল


উপকরন:


চিনি ১ কাপ, চিনি ১ চা চামচ, দুধ ১ লিটার, এলাচ, গুঁড়া ১/৪ চা চামচ, ময়দা/সুজি ১ চা চামচ, গোলাপজল ১ চা চামচ।
 

প্রস্তুত প্রনালি


১। দুধের ছানা করে ছাকনিতে বাতাসের মধ্যে ৬-৭ ঘন্টা ছড়িয়ে রাখুন।
২। এক কাপ চিনির সাথে ৩ কাপ পানি দিয়ে চুলায় দিয়ে ময়লা তুলে ফেলুন। চুলার আঁচ কমিয়ে রাখুন।
৩। ছানা হাতের তালু দিয়ে মথে নিন। ময়দা বা সুজি ১ চা চামচ চিনি ও এলাচগুঁড়া দিয়ে ছানা মথতে হবে। ছানা ১৬-২০ ভাগ করে গোল করে রাখুন।
৪। সব ছানার গুলি একবারে উনুনের উপরে সিরায় ছাড়। আঁচ বাড়িয়ে দিন। কিছুক্ষণ পরে রসগোল্লা সিরার উপর ভেসে উঠবে। বড় চামচ বা হাতা দিয়ে রসগোল্লা সিরায় ডুবিয়ে হাঁড়ি ঢেকে দিবেন।
৫। ২০-২৫ মিনিট পরে বাটিতে পানি নিয়ে একটি রসগোল্লা ছাড়। পানিতে রসগোল্লা ডুবে গেলে এবং আকার ঠিক থাকলে চুলা থেকে নামিয়ে রাখুন।
৬। সিরাসহ রসগোল্লা একটি বড় গামলায় ঢালুন। ১ চা চামচ গোলাপ জল দিন। ৭-৮ ঘন্টা পরে রসগোল্লা পরিবেশন করুন।
 

দুধের ছানা
উপকরন:
টাকটা দুধ ১ লিটার, সিরকা ৪ টেবিল চামচ।
প্রস্তুত প্রনালি:
১। সিরকার সঙ্গে সমান পরিমাণ পানি মিশান।
২। দুধ চুলায় দিন। ফুটে উঠা মাত্রই সিরকা দিয়ে উনুন থেকে নামিয়ে রাখুন।
৩। দুধের ছানা ও পানি আলাদা হলে সঙ্গে সঙ্গে দুধ একটি কাপড় বা ছাকনিতে ঢেলে খোলা বাতাসে ৬-৭ ঘন্টা রাখুন। রসগোল্লার ছানা সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা করে পানি ঝরাবেন।
৪। ছানার পানি ঝরে গেলে ছানা ঠান্ডায় বা রেফ্রিজারেটরে রাখুন।
৫। টাটকা ছানা খেতে সুস্বাদু। ছানা দিয়ে সন্দেশ, রসগোল্লা, চম চম ইত্যাদি মিষ্টি তৈরি করা যায়। এক লিটার দুধ থেকে আধা কাপ ছানা পাওয়া যায়। ছানা দিয়ে পনিরও তৈরি করা যায়। এই পনির আমরা রান্নায় ব্যবহার করতে পারি।

 

 

 

 

রসমালাই                                            পাতার শীর্ষ

 

উপকরণঃ ছানা ২ কাপ, ময়দা ২ টেবিল চামচ, খাবার সোডা ১/৪ চা চামচ, এলাচ গুঁড়া ১/৪ চামচ, চিনি ১ টেবিল চামচ, শিরা তৈরির চিনি ১ কেজি পানি ১ কেজি।

প্রস্তুত প্রণালী : ময়দা, খাবার সোডা ও চিনি, কাঁচা ছানার সঙ্গে মেশান। গোল গোল করে রসমালাই তৈরি করে গরম সিরায় ১৫/২০ মিনিট জ্বাল দিন।

ঘন দুধ তৈরি

উপকরণ : গরুর দুধ ২ কাপ, গুঁড়া দুধ ১/২ কাপ, চিনি ১/২ কাপ, এলাচ ৬/৭টা।

প্রস্তুত প্রণালী : সবগুলো উপকরণ একসঙ্গে মৃদু আঁচে ২০ মিনিট জ্বাল দিন। চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করুন। আগের তৈরি রসমালাইগুলো ঘন দুধে দিন। ৬ ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।

 

 

 

 

চিকেন নাগেট                                                    পাতার শীর্ষ

 

উপকরণ : মুরগি ১টি (ছোট করে কাটা), বিস্কুটের গুঁড়ো পরিমাণমতো, সয়াসস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেল পরিমাণমতো (ভাজার জন্য)।
প্রণালী : প্রথমে মুরগিরকিমার সাথে কর্নফাওয়ার, লবণ ভালো করে মাখতে হবে। তারপর হাত দিয়ে গোলাকার বা চার কোণাকার করে নাগেট তৈরি করুন এবং একটি প্লেটে সাজিয়ে রাখুন। তারপর ডিম ভালো করে ফেটে নিতে হবে। প্রতিটা নাগেট প্রথমে ডিমে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে দিয়ে মাখিয়ে ১ ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। তারপর ডুবো তেলে বাদামি করে ভেজে তুলুন। আলু ভাজার সাথে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

 

 

চিকেন ড্রামস্টিক                                                  পাতার শীর্ষ

 

উপকরণ : মুরগির রান ৮টি, পেঁয়াজ, রসুন, আদাবাটা ৩ টেবিল চামচ, টকদই ৫০ গ্রাম, উস্টার সস ২ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল পরিমাণমতো।
প্রণালী : প্রথমে মুরগির রানগুলো ধুয়ে সব উপকরণ দিয়ে একসাথে মাখিয়ে নিন। প্রায় ৪-৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর ২৫০ সেন্টিগ্রেডে ওভেনে গরম করুন। তাতে মুরগি সেঁকে নিন। পাঁচ মিনিট পর মুরগির রানগুলো উল্টে পাল্টে দিন। এই সময়ে বাটিতে মসলাগুলো মুরগির উপরে ঢালুন এবং আরও কিছুক্ষণ রাখুন। ১৫-২০ মিনিট রেখে ওভেন বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবেন। বেক করা হয়ে গেলে ওভেন থেকে বের করে একটি ডিশে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।